সম্মুখসারির করোনাযোদ্ধাদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান।
সম্মুখসারির করোনাযোদ্ধা হিসেবে ‘অগ্রসর ঈশ্বরদী’র পক্ষ থেকে ২২ জনকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেওয়া হয়েছে। করোনা সংকটের সময় অগ্রসর ঈশ্বরদী’র মাধম্যে সম্মুখসারির করোনাযোদ্ধারা গরীব নিরন্ন মানুষের জন্য সহযোগিতা প্রদান করেছিলেন। তাঁর মধ্যে অন্যতম ঈশ্বরদী থানার ওসি মো: আসাদুজ্জামান। এমন মানবিক কাজের প্রতি সম্মান ও স্বীকৃতি জানাতে গত ১২ ফেব্রুয়ারি পাকশী রিসোর্টে করোনাযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। করোনাযোদ্ধা ওসি আসাদুজ্জামানের সম্মাননা স্মারকটি গতকাল মঙলবার রাতে অগ্রসর ঈশ্বরদীর সদস্যরা তাঁর হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, অগ্রসর ঈশ্বরদী’র প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, অগ্রসরের অন্যতম নেতা সাবেক ভিপি- জিএস আসাদুর রহমান বিরু, অগ্রসরের আরেক নেতা ওহিদুজ্জামান টিপু, অগ্রসরের অন্যতম প্রাণ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, অগ্রসরের প্রিয়মুখ শহিদুল ইসলাম শহিদ মন্ডল প্রমুখ।
শহরের রেলগেটে অনলাইন নিউজপোর্টাল সংবাদ সাতদিন কার্যালয়ে এ আয়োজন করা হয়।