অস্ত্রসহ ১ জন আটক
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম আলমগীর জাহান এর তত্ত্বাবধানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১৫/০২/২০২২ তারিখ ১৭.২০ ঘটিকার সময় জয়পুরহাটের হানাইল বম্বুপাড়া হতে
মজনু মন্ডল ককে অস্ত্র সসহ গ্রেফতার করে জয়পুর হাট থানা পুলিশ। পল্লিবিদ্যুৎ মোড়গামী পাকা রাস্তার উপর হইতে ০১টি লোহার বাট যুক্ত ধারালো ছোরা, এবং ০১টি কাঠের বাট যুক্ত ধারালো ছোরা, ০১টি লোহার বাট যুক্ত ধারালো চাপাতিসহ গ্রেফতার করা হয় মোঃ মজনু মন্ডল (৩৫), তার পরিচয় নিশ্চিত করেছেন জয়পুরহাট থানা পুলিশ। জয়পুরহাট সদর থানার হানাইল বম্বুপাড়ার মতিউর রহমানের ছেলে। উক্ত ঘটনায় জয়পুরহাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।