বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময়।
মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ৪৫ শিক্ষার্থীর থানা পরিদর্শন উপলক্ষে ঈশ্বরদীতে সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের সভাপতিত্ব ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ওই বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদের মিয়া এবং সহযোগী অধ্যাপক মুনমুন বিনতে আজিজ,ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হক দুদু।
সেমিনারে অংশ নিতে শিক্ষার্থী ও শিক্ষকরা ঈশ্বরদী থানায় এসে পৌঁছালে পুলিশ কর্মকর্তারা সবাইকে ফুল দিয়ে বরণ করেন ও তাদের অভ্যর্থনা জানান। পরে থানার সম্মেলন কক্ষে সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সেমিনার শেষে শিক্ষার্থীরা পুলিশের কার্যক্রম বিষয়ে বাস্তব অভিজ্ঞতা নিতে ঈশ্বরদী থানার ভৌত-অবকাঠামো, বিভিন্ন পর্যায়ের সেবাসমূহ, সার্ভিস ডেলিভারী, বিটপুলিশিং কার্যক্রম, মামলা, জিডি, ওয়ারেন্ট তামিল, গ্রেপ্তার, অভিযান পরিচালনা, আইনশৃঙ্খলাসহ যাবতীয় বিষয়ে ধারণা গ্রহণ ও থানা পরিদর্শন করেন।
পরিদর্শনের শেষে পুলিশ সেবা সম্পর্কে ‘ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ছাত্র শেখ মহসিন আহমেদ ও ছাত্রী শিফা খান তনুজা বলেন, মাঠপর্যায়ে ঈশ্বরদীতে থানা পরিদর্শন করে তারা পুলিশের কার্যক্রম সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন- যা তাদের কর্ম ও শিক্ষাজীবনে অনেক কাজে লাগবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের জন্য উপজেলা পর্যায়ে থানা পরিদর্শন ও সেমিনার আয়োজনের ঘটনা ঈশ্বরদীতে এই প্রথম।