টুংগীপাড়া এক্সপ্রেসের কোচ সংকট,নেই খাবার গাড়ি যাত্রীদের দূভোর্গ।
উদ্বোধনের পর থেকেই রাজশাহী টু টুংগীপাড়া এক্সপ্রেস এর শুভ উদ্বোধন হয় পুরাতন কোচ দিয়ে, নেই কোন চেয়ার কোচ, নেই কোন এসি চেয়ার কোচ যা যাত্রীদের দুর্ভোগে পরিণত করেছে। পুরাতন কোচ নিয়ে চলছে রাজশাহী টু গোবরা টুংগীপাড়া এক্সপ্রেস। রেল কর্মকর্তাদের উদাসীনতার অভাবে কোচ সংকটে পড়েছে টুংগীপাড়া এক্সপ্রেস।
ডি ই মি ক্যারেজ মনতাজুর রহমান বলেন চেয়ারকোচ মেরামতের জন্য কারখানায় দিয়েছি। দ্রুত চলে আসবে, এবং খাবার গাড়ির বিষয়ে আমি কিছুই জানিনা সেটা জেনে আপনাকে জানাবো এবং দ্রুত চেয়ার কোচ আসার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করছি।
রাজশাহী টু গোবরার যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন এসি কোচ সংযোজন করার জন্য। এবং নতুন কোচ সংযোজন করতে হবে।