মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি ও আলোচনা সভা।
গতকাল ঈশ্বরদী রেল গেটের জাকারিয়া পিন্টু কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, উপজেলা ও পৌরশাখার আয়োজনে প্রস্তুতি সভার ও অালোচনার আয়োজন করা হয়।২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পৌর বিএনপি’র আহবায়ক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈশ্বরদী পৌরযুবদলের কান্ডারী আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠান টি পরিচালিত হয়। ঈশ্বরদীতে বিএনপি’র কার্যালয় সকাল ৮.৩০এ জাতীয় পতাকা উত্তোলন এবং ৯.৩০ এ র্যালির আয়োজন করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা জাকারিয়া পিন্টুর সার্বিক সহযোগিতায় ও ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরদ উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ফজলুর রহমান, বিএনপির নেতা সুমার খান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, পৌর যুবদলের সদস্য সচিব কেএম সাজেদুজ্জামান জিতু, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, ছাত্রদল নেতা আয়নাল, নাজমুল হাসান রিসাদ, সাগর হোসেন রনিসহ যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে
ইশ্বরদী যুবদলের কান্ডারী জাকির হোসেন জুয়েল সবাইকে বর্ণাঢ্য রেলি তে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে সকল নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন। জাকির হোসেন জুয়েল বলেন আমরা স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সুশৃংখলভাবে র্যালি করবো আয়োজন করেছি, এবং তাতে সর্বতোভাবে সবাই বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
এসময় ঈশ্বরদী বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।