১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অাজ ১৪.৩০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন নওদাপাড়া সাকিনস্থ পলাতক আসামী মোঃ জনি (২১) এর বসতবাড়ীর বিল্ডিং এর সামনে উঠানের উপর” অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ০১। মোঃ পাপুল মৃধা (৩৭), পিতা- মোঃ আব্দুর রশীদ, সাং-নওদাপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ১০০ (একশত) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মোবাইল-০১ টি, সিমকার্ড-০২ টি, নগদ ৩,৩১০/- (তিন হাজার তিনশত দশ) টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামী ও পলাতক আসামী ০২। মোঃ জনি (২১), পিতা-মৃত জিয়ারুল ইসলাম সাং-নওদাপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’র বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।