নাটোরের লালপুরে লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ হয়েছে। আজ রবিবার (২১ জুন) বিকেলে চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে এঘটনা ঘটে। নিখোঁজরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন।
স্থানীয় একটি সূত্র জানায়, এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধ্যার পরে উদ্ধার কাজে ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, ইতিমধ্যে আমরা উদ্ধারের কাজ শুরু করেছি। এছাড়াও রাজশাহী থেকে ডুবরীর আরো একটি দল ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।