গতকাল রাত ১১.৩৫ ঘটিকায় সময় পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার পাবনা থানাধীন গাছপাড়া মোড় এলাকা হতে আসামী মাদক ব্যবসায়ী ১। মোঃ নয়ন শেখ (২৩), পিতা- মোঃ বাদশা শেখ, সাং- বোয়ালিয়া, থানা- কালুখালি, তাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক তার নিকট হতে ১১৪০ পিচ্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।