বিদেশী রিভলবারসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
অাজ ১২.৪৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার থানাধীন চরঘোষপুর থেকে মোঃ কামাল মন্ডল (৩৮), পিতা- মৃত মাহাতাব মন্ডল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইমরান হোসেন রুবেল (৩৪), পিতা-মোঃ বশির আহম্মেদ সাং-চরঘোষপুর (ছাকার মার্কেট), থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর নিকট থেকে বিদেশী রিভলবার-০১টি, বাজারের ব্যাগ (বেগুন, আলু ও ঢ়েড়সসহ)-০১টি, মোবাইল-০২টি, সীম-০২টি উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অস্ত্র নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় The Arms Act, 1878 এর 19(a) ধারায় এজাহার দায়ের করা হয়েছে।