দেশীয় অস্ত্র ও চোরাই মোটরসাইকেল সহ ০২ জন সন্ত্রাসী গ্রেফতার।
আজ ০৩.০৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পূর্ব টেংরি জিগাতলা থেকে মোঃ জাহিদ হোসেন (৪৫), পিতা মৃত-আতাউল হক এর তিনতলা বিশিষ্ট বসত বিল্ডিং’এ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ মনিরুজ্জামান মনি (৩৮), পিতা-মৃত বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, সাং-মুসুরিয়াপাড়া, ২। মোঃ সোহেল রানা নাটা সোহেল (৪০) পিতা-আঃ রাজ্জাক, সাং-পূর্ব টেংরী জিগাতলা (মাহাতাব কলোনী), উভয় থানা-ঈশ্বরদী,থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে চোরাই মোটর সাইকেল ০১টি, বড় ছুরি ০৩টি, হাসুয়া ০১টি, বড় তলোয়ার ০১টি, চাপাতি ০১টি, মোবাইল ০১টি ও সিম ০১টি উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে জানা যায় যে, ধৃত আসামী মোঃ মনিরুজ্জামান মনি (৩৮) এবং মোঃ সোহেল রানা নাটা সোহেল (৪০) পাবনা জেলার ঈশ্বরদী এলাকার শীর্ষ সন্ত্রাসী। তাহারা তাদের হেফাজতে থাকা অস্ত্র দিয়ে পাবনা জেলার ঈশ্বরদী এলাকায় বিভিন্ন প্রকার সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আসছিল এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে।