৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পালসার মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার।
পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায়
অদ্য ২৭/৮/২০২২ তারিখ সময় ০৫ঃ৩০ ঘটিকায় সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর ডাবতলা রেলগেট এলাকায় (পাবনা টু ঢাকা মহাসড়ক) গোপন সংবাদের ভিত্তিতে অস্হায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে কাশিনাথপুর অস্হায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ এস এম ইমতিয়াজুল আলম তালুকদার সঙ্গীয় এ এস আই মোঃ আনোয়ার হোসেন ফোর্সসহ আসামী মোঃ হামিদুল ইসলাম (৩৮) পিতা – মৃত আলাউদ্দিন সাং – দক্ষিণ বাড়ইপাড়া থানা- হাতিবান্ধা জেলা – লালমনিরহাট কে ০৫( পাঁচ) কেজি ৫০০ গ্রাম গাঁজা ও তার ব্যবহ্নত একটি পালসার মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।