১০৬ (একশত ছয়) গ্রাম হেরোইন’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ ১৫.৩০ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার পাবনা থানাধীন পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ১০২ নং কক্ষের সামনে’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ওয়াসিম প্রামানিক (৩৭), পিতা-মোঃ আমিন উদ্দিন প্রামানিক, মাতা-মৃত ইয়াতন বেগম, সাং-মনোহরপুর, ২। মোঃ মিলন (৩৬), পিতা-মৃত ফজলুল মালিথা, মাতা-মোছাঃ ছামিরণ বেগম, সাং-কিসমত কিতাবপুর ঠুঙ্গাপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক উক্ত আসামীদ্বয়ের নিকট হতে হেরোইন-১০৬ গ্রাম, মোবাইল-০২টি, সিম-০২টি, নগদ-৩০/- টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে ।