ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সাকিল (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর নলগাড়ীর নিকট। সে রুপপুর গ্রামের মৃত শাজাহানের ছেলে। এবং রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বিকাশ চক্রবর্তী জানান, উল্লেখিত সময়ে সাকিল ৮/৯ জন বন্ধুসহ নদীতে গোসল করতে যায়। সাথে নিয়ে যায় সাঁতার কাটার একটি টিউব। গোসল ও সাঁতার কাটার এক পর্যায়ে বন্ধুরা লক্ষ্য করে সাকিল পানিতে ডুবে যাচ্ছে। তারা তখন চিৎকার করতে থাকে কিন্তু সাকিলকে আর দৃশ্যমান পায়না। এসংবাদ জানাজানির পর ঈশ্বরদীর ইপিজেড ফায়ার ব্রিগেড ও রাজশাহী থেকে ডুবুরি এসে ব্যাপক খোঁজাখুঁজি করেও এসংবাদ লিখা পর্যন্ত তাকে খুঁজে পায়নি। তবে ডুবুরিদল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলে জানাগেছে।