ক্রীড়াবিদ সিন্টুকে পাঞ্জাবে সম্মাননা ক্রেস্ট প্রদান
ঈশ্বরদী প্রতিনিধিঃ
ভারতের পাঞ্জাব প্রদেশের বাবা বকালাতে ৭-৯
সেপ্টেম্বর নবম নর্থ জোন রকিটবল চাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রকিটবল ফেডারেশনের সভাপতি দির্ঘদিন বাংলাদেশের
ক্রীড়াঙ্গনে যার অনেক অবদান বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু ও কমিটির সদস্য ফিরোজুল ইসলাম জুয়েল ইন্ডিয়া রকিটবল ফেডারেশনের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন সাতওয়ান্ট কাউর ডিপুটি ডিরেক্টর এডুকেশন এস জি পি সি।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস বালাজিতসিং জালালুসমা
এক্স এম এল এ এস জি পি সি।
উক্ত অনুষ্ঠানে সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু ও ফিরোজুল ইসলাম জুয়েল কে
উত্তরীও পরিয়ে দিয়ে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে আরোও উপস্হিত ছিলেন প্রিন্সিপাল হারপরত সিং।সার্বিক পরিচালনায় ছিলেন টেকনিক্যাল সেক্রেটারি গুরচরণ সিং বালা।
অনুষ্ঠান সঞ্চালন করে অমরজিৎ সিং,খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন গোপি।