জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৪৭জন নেতাকর্মী মুক্তি সংগ্রাম পরিষদ গঠন
ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৪৭জন নেতাকর্মীর মুক্তি সংগ্রাম পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের রেলগেটস্থ জাকারিয়া এন্টার প্রাইজে অনুষ্ঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর সমন্বয়ন সভায় এ কমিটির অনুমোদন দেন বিএনপির নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
এতে আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট জামিল আক্তার এলাহী(রতন) ও সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল।
এছাড়া সিনিয়র যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়েছেন এস এম ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, বিএনপির হাসান আলী, খোরশেদ আলম দিপু, আবু সাঈদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহামুদুল হাসান সোনামনি, রিংকু শেখ প্রমূখ।