গৃহবধূ কে হত্যা স্বামী পলাতক
ঈশ্বরদীতে স্ত্রী’কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত সৌদি প্রবাসী রুবেল হোসেন পলাতক।
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী বাবুপাড়ার ভাড়া বাসা থেকে গৃহবধূ সোনিয়া খাতুনের (২২) মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সোনিয়া ঝিনাইদহ জেলার মেহেশপুরের হামিদপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন।
অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার বাসিন্দা। তাদের ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বাড়ির মালিক একরাম আলী বুদু ডাক্তার জানান, বুধবার দুপুরে স্বামী-স্ত্রী’সহ দ্বিতীয় তলার একটি ফ্লাট ভাড়া নেয় তারা।সকাল বাসার দরজা খোলা দেখে ভিতরে ঢুকে দেখতে পাই সোনিয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে আছে। এসময় তার পরনে বোরকা ছিল। গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টা আমরা গুরুত্বসহকারে তদন্তও পোস্টমর্টেম করে সবকিছু জানা যাবে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।