সোনিয়া হত্যা আসামীর ১৬৪ ধারা জবানবন্দী।
সোনিয়া হত্যা আসামীর ১৬৪ ধারা জবানবন্দী। গতকাল পাবনার সিনিয়র চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান আল আজাদের সামনে আগামী কাল ১৬৪ হত্যার কথা স্বীকার করে জবানবন্দর দিয়েছে। আসামির বাড়ির ব্যবহার কৃত বটি দিয়ে প্রথমে তাকে গলা, হাতে, পেটে, কুপিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার গলার ভিতরে ওড়না ঢুকিয়ে, নাকে টেপ লাগিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে ছেলে সন্তানকে নিয়ে তার গ্রামের বাড়ি পালিয়ে যায়। তদন্ত কর্মকর্তা এস আই সুব্রত আরো বলেন পরকীয়ার কারণেই এই ঘটনাটা ঘটিয়েছেন সে পরকীয়া লিপ্ত ছিল হত্যা মামলার বাদী একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজন আসামি করে একটি মামলা করেন। এই মামলার চৌক্ষস পুলিশ অফিসার এসআই সুব্রত বলেন আমরা অজ্ঞাত নামের সন্দেহ ভাজন আসামি গুলোকে খতিয়ে দেখছি।