এস এম রাজা
আজ শনিবার প্রায় ১০দিন অতিবাহিত হয়েগেলেও ঈশ্বরদী থানাপুলিশ পাকশী ইউনিয়নের চররুপপুর নওদাপাড়া পদ্মার চরে ফসলের মাঠ থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা (৬৫) ব্যাক্তির লাশের কোন পরিচয় উদ্ধার করতে পারেনি। জানতে পারেনি মৃত্যুর সঠিক কারন। স্হানীয় লোকজন ও সচেতন মহল ঐব্যাক্তির মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড মনে করলেও পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এবিষয়ে কোন মতামত দিতে পারছেন না।লোকমুখে সংবাদ পেয়ে গত ১৮ জুন পুলিশ প্রায় অর্ধগলিত ঐ ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করে। লাশটি উদ্ধার করার সময় তার পরনে সাদা লুংগি, গায়ে সুরমা রঙের ফুল হাতা গেন্জি ও ফুল হাতা জ্যাকেট ছিল। এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয় এবং পরেরদিন আন্জুমানে মফিদুলের মাধ্যমে লাশটি দাফন করা হয়। আজ প্রায় ১০ দিন গত হলেও তার পরিচয় ও মৃত্যু কারন জানতে না পারায় সচেতন বিবেকবানদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।