অনাবাদি জমিতে ফসল চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষক সমাবেশ।
ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধিঃ পাবনা জেলার ঈশ্বরদীতে অনাবাদি জমিতে ফসল চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২৩ নভেম্বর বেলা ১১ টায় ঈশ্বরদী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী পৌর এলাকার ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক কৃষক এই সমাবেশে অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে পতিত জমিতে ফসল চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে উৎসাহিত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান, কৃষক নেতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, জাতীয় পদক প্রাপ্ত কৃষক আব্দুল বারী(কপি বারী)।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিতা সরকার।
সঞ্চালন করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মুন্নাফ।