সাউথ এশিয়ান ইনভাইটেশন কারাতে ও জমাসার চাম্পিয়নশীপে বাংলাদেশ দলের সাফল্য
বিশেষ প্রতিনিধিঃসাউথ এশিয়ান ইনভাইটেশন কারাতে ও জমাসার চাম্পিয়নশীপে বাংলাদেশ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
ভারতে দার্জিলিং এ ২৯,৩০,৩১ ডিসেম্বর ২০২২
সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টস সাউথ এশিয়ান ইনভাইটেশন কারাতে ও জমাসার চাম্পিয়নশীপের আয়োজন করে।
স্বাগতিক ভারত,বাংলাদেশ, নেপাল, ভূটান ও শ্রীলংকা এই চাম্পিয়নশীপে অংশ নেয়।
সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের আমন্ত্রণে বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমি ও বাংলাদেশ জমাসার কাউন্সিলের
৬ সদস্যের দল অংশ নিয়ে ৪ টি স্বর্ণ ও ৫টি রৌপ্য পদক পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
কারাতে কাতা, ৫০ কেজি ওজন শ্রেণিতে কারাতে ও জমাসারে কে এম রাশিদুল হাসান ৩টি স্বর্ণপদক, কারাতে কাতা ও কুমিতিতে ২টি রৌপ্য এবং জমাসার ৫৫ কেজিতে স্বর্ণপদক পান কামরুল হাসান, আব্দুল্লাহ আল মান্নান রিয়াজ কারাতে ও জমাসার কুমিতিতে ৬০ কেজি ওজন শ্রেণিতে ২টি রৌপ্য, মেয়েদের ৪৫ কেজি ওজন শ্রেণিতে কুমিতিতে শেখ মিফতাহুল জান্নাত রছিয়া ১টি রৌপ্য পদক অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।
দলের কোচের দায়িত্ব পালন করেন জাতীয় কোচ আন্তর্জাতিক রেফারি সাউথ এশিয়ান জমাসার কাউন্সিলের সভাপতি বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস ও জমাসার বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু। বাংলাদেশ
দলের ম্যানেজার ও এশিয়ান ইনভাইটেশন কারাতে ও জমাসার চাম্পিয়নশীপে রেফারির
দায়িত্ব পালন করেন সাইয়েদা খায়রুন্নার।