সিহান সিন্টু সাউথ এশিয়ান জমাসার কাউন্সিলের সভাপতি নির্বাচিত
মার্শাল আর্টের বাংলাদেশের জাতীয় কোচ ও আন্তর্জাতিক রেফারি, বাংলাদেশ জমাসার কাউন্সিলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমির প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু সাউথ এশিয়ান জমাসার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছে।
ওয়ার্ল্ড জমাসার মার্শাল আর্টের চেয়ারম্যান আরতি লামা,মহা সম্পাদক অর্পণ সিং সহ ওয়ার্ল্ড কমিটির সভায় সকলের সম্মতিতে সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টুকে সাউথ এশিয়ান জমাসার কাউন্সিলের সভাপতি নির্বাচিত করা হয়েছে।