বাণিজ্য মেলায় প্রিমিয়াম ষ্টোল ক্যাটাগরিতে পুরষ্কারটি জিতলো পেডরোল পাম্প এনকে লিমিটেড।
ঢাকা বাণিজ্য মেলা ২০২৩ এর প্রিমিয়াম ষ্টোল ক্যাটাগরিতে ডিসপ্লে ডেকোরেশনের দিক দিয়ে
এবং পেডরোল পাম্প লিমিটেডের যাবতীয় পণ্য গুণাগত মান বিবেচনা করে ৩য় স্থান পুরস্কার টি জিতেনেন পাম্প জগতের বিখ্যাত পাম্প প্রতিষ্ঠান পেডরোল এন কে লিমিটিড । বানিজ্য মেলায় ২০২৩ সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির এমপি নিকট থেকে ক্রেসটি গ্রহন করেন পেডরোল পাম্প এন কে লিমিটেডের ম্যানেজার ঈশ্বরদীর কৃতি সন্তান জাহিদুল আলম রাজু।