রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্যাড জালিয়াতি মামলায় দোভাসী কারাগারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্যাড জালিয়াতি করে নিম্নমানের মালামাল প্রবেশ করানোর কারণে গোয়েন্দা সংস্থা কর্তৃক অভিযান চালিয়ে দোভাষী আটক প্রসঙ্গে।
গতকাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অ্যাসেম্বলি-২ এলাকায় গোয়েন্দা সংস্থা কর্তৃক প্যাড জালিয়াতি করে SMU-1 কোম্পানিতে ০৬ টন নিম্নমানের মালামাল সরবরাহ করার কারণে SMU-1 কোম্পানির দোভাষী আহম্মদ মোস্তফা(৩৫) কে আটক করা হয়। মোস্তাকের বাড়ি মানিকগঙ্গের,সিঙ্গাইর থানার,মাধবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে SMU-1 কোম্পানির পারচেস ডিপার্টমেন্টের দোভাষী আহম্মদ মোস্তফা Luna Construction and Engineering কোম্পানির প্যাড জালিয়াতি করে SMU-1 কোম্পানিতে ০৬ টন নিম্নমানের Carbon steel strip 4*25mm সরবরাহ করে। পরবর্তীতে প্যাড জালিয়াতি করা মালামাল ঈশ্বরদী শহরের ঠিকাদার নাসিরের নিকট হস্তান্তর করার জন্য অবৈধ গেইট পাশ তৈরি করে।