পিস্তল, হেরোইন ও ইয়াবা ইয়াবাসহ গ্রেফতার
পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ)/মোঃ ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ইং-১০/০২/২০২৩ তারিখ ২০.৩০ ঘটিকায় চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামস্থ আসামী মোঃ মাসুদ রানা(৩৩), পিতা মোঃ আবু বক্কর এর পাকা ছাদ বিশিষ্ট বসত বাড়ীর শয়ন ঘরের ভিতরে এজাহারনামীয় ধৃত আসামী ১। মোঃ মাসুদ রানা(৩৩), পিতা মোঃ আবু বক্কর, সাং- মোক্তারপুর, থানা- চারঘাট, জেলা- রাজশাহী এর হেফাজত হতে একটি ম্যাগাজিন সহ পিস্তল, ০৩(তিন) রাউন্ড গুলি ও একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৫০ (পঞ্চাশ) গ্রাম বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৩৫(পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত আসামী ও পলাতক আসামী দ্বয়ের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় পৃথক পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি দুইটি তদন্তাধীন।