পলাতক আসামীকে গ্রেফতার।
বিশেষ প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১১/০৩/২০২৩ তারিখ ১৪.৫৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা সদর থানাধীন গোলাপবাগ সাকিনস্থ জনৈক সোহান মিয়া (২৪), পিতা-আব্দুল কুদ্দুসের মুদী দোকানের সামনে অভিযান পরিচালনা করে সিআর নং-৯২/১৯ (আটঃ), ধার্য তারিখঃ ২০/০৬/২০২৩, স্বারক নং-৩৭, তারিখ ০৫/০১/২৩; ধারাঃ এন.আই.এ্যাক্ট ১৩৮ মূলের ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ মনিরুল ইসলাম (৪৮), পিতা-মৃত আলহাজ¦ জুড়ান প্রামাণিক, বর্তমান ঠিকানাঃ ইউনিসেলস ফুড এন্ড বেভারেজ, মেরিল বাইপাস, শালগাড়িয়া, পাবনা, স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ চান্দাই, থানাঃ আটঘরিয়া, জেলাঃ পাবনা।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আটঘরিয়া থানায় জিডি মূলে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।