নকল বিড়িসহ ২ জন গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১৫/০৩/২০২৩ তারিখ ০১.৩০ ঘটিকায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন শাহজাদপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের শক্তিপুর মহল্লার জনৈক মালেক মিয়ার ভাড়াটিয়া তিন তলা বসত বিল্ডিং অভিযান চালিয়ে ৪,৩৫,০০০ (চার লক্ষ পয়ত্রিশ হাজার) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, ০২টি মোবাইল, ০৪টি সিমকার্ড সহ ০২ জন বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ বকুল হোসেন (৩২), পিতা-মোঃ ফরিদ শেখ, সাং-রানিগ্রাম, ০২। মোঃ সাজেদুল ইসলাম (২৩), পিতা-হযরত আলী, সাং-ফলিয়া, উভয় ইউনিয়ন-লক্ষীপুর, থানা-আতাইকুলা, জেলা-পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাকি দিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।