বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত ঈশ্বরদীতে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ আওয়ামী লীগ সরকার দেশটাকে লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে ঈশ্বরদীতে ইপিজেড কর্মি হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও মানববন্ধন ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে চাকরিচ্যুত করতে নানামুখী ষড়যন্ত্র ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সুমাশ টেকের ১৩তম শো-রুম উদ্ভোধন। ঈশ্বরদী ঠাকুরবাড়ি বারোয়ারি মন্দীরে চলছে ৪৮ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন ঈশ্বরদীতে আটটি মাদ্রাসা ও এতিমখানা কম্বল বিতরণ করলেন পৌর প্রশাসক।
ঘোষণা:
  স্পর্শ নিউজ এ আপনাকে স্বাগতম । সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য বাংলাদেশের ভিন্নধারার নিউজ পোর্টাল "স্পর্শ নিউজ" । অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে তরুণ, অভিজ্ঞ সংবাদকর্মীরা। দেশ-বিদেশে সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সিভি)পাঠাতে হবে এই ই-মেইল: sporsonews@gmail.com, মোবাইল : ০১৭১৬-৭২৯৫৭৪

আটজন আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার।

Reporter Name / ৪৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

আটজন আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার।

 

আতাইকুলা থানা এলাকায় চাঞ্চল্যকর নগদের ৫,৭০,০০০/- টাকা ছিনতাই এর রহস্য উদঘাটন, আটজন আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার।
বাদী মোঃ মামুনুর রহমান (৪১), পিতা-মোঃআব্দুস সাত্তার,সাং-শালগাড়িয়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা নগদ ডিস্ট্রিবিউটর। তার ব্যবসায়িক মাঠকর্মী ১। ইয়াকুব ইসলাম বিশাল (২৩), পিতা- আঃ হামিদুর রহমান,সাং-বগারামপুর, থানা ও জেলা-পাবনা, ২। মোঃ তুহিন হোসেন (২২) পিতা-মোঃ উজ্জল হোসেন,সাং-বড়দিকশাইল, থানা ও জেলা-পাবনা দ্বয় ইং ১৪/০৩/২০২৩ তারিখ পাবনা মার্কেন্টাইল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে একটি মোটরসাইকেল যোগে আতাইকুলা ও সাঁথিয়া থানা এলাকায় টাকা সরবরাহ করতে যাওয়ার পথে একই তারিখ বেলা অনুমান ১১:৪৫ ঘটিকার সময় আতাইকুলা থানাধীন মাধপুর হাইওয়ে থানার দক্ষিণ-পশ্চিম পাশে পাবনা টু ঢাকা গামী হাইওয়ে রাস্তার উপর পৌঁছা মাত্রই রেজিঃবিহীন একটি ইয়ামাহা এফজেড-২ ভার্সন কালো রংয়ের মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা তিন জন আসামী অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে এবং তাদের নিকট থাকা একটি ব্যাগের মধ্যে রক্ষিত নগদ ৪,০০,০০০/- টাকা এবং অপর একটি ব্যাগে ১,৭০,০০০/- টাকা সর্বমোট ৫,৭০,০০০/-টাকা সহ দুইটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী এজাহার দায়ের করলে আতাইকুলা থানার মামলা নং-১৫, তারিখ-২৮/০৩/২০২৩; ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।
মামলার ঘটনা সংঘঠিত হওয়ার পর পরই পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করতঃ তাৎক্ষনিক ভাবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজুরর হমান, আতাইকুলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, ওসি ডিবি জনাব মোঃ এমরান মাহমুদ তুহিন ও জেলা গোয়েন্দা শাখা পাবনা, এসআই(নিঃ) সাগর কুমার সাহা এর সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করে মামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ ঘটনার রহস্য উদঘাটনের জন্য নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে আতাইকুলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম উক্ত ঘটনার রহস্য উদঘাটনের নিমিত্তে সিসি ক্যামেরা পর্যালোচনা, স্থানীয় গোপন সুত্র এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্র মামলার ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত সকল আসামীদের সনাক্ত পূর্বক পাবনা শহরের বিভিন্ন জায়গায় রাতভর অভিযান করতঃ গত ইং ১৫/০৪/২০২৩ তারিখ আসামী ১। মোঃ শিস ইসলাম (২২), ২। মোঃ ইয়াছিনআলী @ রাহাত (২১), ৩। মোঃ রায়হান হোসেন (২১), ৪। মোঃ ইমন হোসেন বাধন (২৪), ৫। মোঃ তানভীর হোসেন (২১), ৬। মোঃ শাহরিয়ার ইমতিয়াজ @ রনি (২২), ৭। মোঃ ইমরান শেখ (২৪), ৮। মোঃ তুহিন হোসেন (২৭), দের গ্রেফতার করা হয় এবং তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ রাউন্ড গুলি সহ একটি রিভলবার, দুইটি মোটরসাইকেল, হেলমেট, এবং একটি চাকু উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১নং আসামী শিস ইসলাম নগদ কর্মী আসামী তুহিন এবং নগদ কর্মী ইমরান শেখ এর সহিত সপ্তাহ খানেক পূর্বে উক্ত ঘটনা ঘটানোর পরিকল্পনা করে। ঘটনা সংঘঠিত করার জন্য পলাতক আসামী রিজন আসামী রাহাতের নিকট অস্ত্র সরবরাহ করে। পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন সকাল বেলা আসামী মোঃ ইমরান শেখ কৌশলে আসামী শিস ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে অপর নগদ কর্মী আসামী তুহিন এর লোকেশন সরবরাহ করে। নগদ কর্মী তুহিনের সাথে শিস ইসলাম সহ অন্য আসামীরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ হতে বিরত থাকে। উদ্দ্যেশ্য তুহিনকে কোন ভাবেই যেন সন্দেহ না হয়। পরিকল্পনা মোতাবেক নগদ কর্মী আসামী তুহিন ব্যাংক থেকে টাকা নিয়ে রওনা দিলে পূর্ব থেকে যুব উন্নয়নের সামনে অবস্থানকারী আসামী শিস ইসলাম সহ তার সাথে থাকা রাহাত ও রায়হানকে অপর নগদ কর্মী আসামী ইমরান মোবাইল এর মাধ্যমে লোকেশন দেয়। তার দেওয়া তথ্য মতে তুহিন যুব উন্নয়নের সামনে দিয়ে যাওয়ার পরপরই আসামী শিস ইসলাম, রাহাত ও রায়হান একটি মোটরসাইকেলে এবং আসামী তানভির ও বাধন অন্য একটি মোটরসাইকেলে তাদের পিছু নেয়। একপর্যায়ে অত্র মামলার ঘটনাস্থল আতাইকুলা থানাধীন মাধপুর হাইওয়ে থানার সামনে পৌঁছালে অস্ত্র ঠেকিয়ে তুহিন এবং তার সাথে থাকা নগদ কর্মী ইয়াকুব ইসলাম বিশাল এর কাছে থাকা সর্বমোট ৫,৭০,০০০/- টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরিকল্পনা মোতাবেক শিস ইসলাম, রাহাত ও রায়হান পথ পরিবর্তন করে ভিতরের রাস্তা দিয়ে চলে যায় এবং বাধন ও তানভির মহাসড়ক দিয়ে পুনরায় পাবনার দিকে যায়। পরবর্তীতে তারা আতাইকুলা থানাধীন শ্রীপুর বাজারের পাশে একটি ধান ক্ষেতে এসে মিলিত হয় এবং ছিনতাইকৃত টাকা ভাগাভাগি করে। ছিনতাইয়ে সরসারি অংশগ্রহনকারী মোটরসাইকেল আরোহী তিনজন সহ মোট চারজন আসামী নিজেদের জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। অপর আসামীদের দুইদিনের রিমান্ডে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
আসামী ১। মোঃ শিস ইসলাম (২২) পিতা- আহম্মদ উল্লাহ রুমি, সাং-চকপৈলানপুর (নয়নামতি),থানা ও জেলা-পাবনা এর বিরুদ্ধে ৪টি মামলা আছে।
আসামী ২। মোঃ ইয়াছিন আলী @ রাহাত (২১), পিতা-মোঃ বানি, সাং-শালগাড়িয়া, থানা ও জেলা-পাবনা এর বিরুদ্ধে ৩টি মামলা আছে।
আসামী ৩। মোঃ রায়হান হোসেন (২১), পিতা-মোঃ আব্দুল বারেক, সাং-শালগাড়িয়া (নিকারীপাড়া),থানা ও জেলা-পাবনা।
আসামী ৪। মোঃ ইমন হোসেন বাধন (২৪) পিতা-মোঃ ইব্রাহীম আলী মুন্সি, সাং-শালগাড়িয়া (নিকারীপাড়া),থানা ও জেলা-পাবনা।
আসামী ৫। মোঃ তানভীর হোসেন (২১) পিতা-মোঃ রজব আলী, সাং-শালগাড়িয়া (নিকারীপাড়া),থানা ও জেলা-পাবনা।
আসামী ৬। মোঃ রনি হোসেন (২২) পিতা- মোঃ মাসুম হোসেন, সাং-শালগাড়িয়া (উত্তরখাপাড়া),থানা ও জেলা-পাবনা।
আসামী ৭। মোঃ ইমরান শেখ (২৪) পিতা- মোঃ মোশারফ হোসেন, সাং-পাককিয়া (হেমায়েতপুর ৩নং ওয়ার্ড), থানা ও জেলা-পাবনা।
আসামী ৮। মোঃ তুহিন হোসেন (২৭), পিতা-মোঃ উজ্জল হোসেন, সাং-বড়দিকশাইল (স্কুলপাড়া), থানা ও জেলা-পাবনা।
উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ
একটি রিভলবার, ০২ রাউন্ড গুলি,
একটি ইয়ামাহা এফ জেড এস-২ মোটরসাইকেল,
একটি হোন্ডা ১৫০ সিসি মোটরসাইকেল,
একটি চাকু।







আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ






এক ক্লিকে বিভাগের খবর