ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত।
আজ ২২জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ভাড়ইমারী বড় বটতলা মোড়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উপলক্ষে আলোচনা কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে,
অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব জনাব হাসেম প্রামানিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জানাব কালাম সাহেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঈশ্বরদী-আটঘরিয়ার গন মানুষের নেতা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ বাবলু মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক জেলাপরিষদের সাবেক সদস্য জনাব শফিউল আলম বিশ্বাস দপ্তর সম্পাদক জনাব আজিজুর রহমান চঞ্চলসহ এই ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময়ে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল উন্নয়ন তরান্বিত করতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত বাংলাদেশ গড়তে সকলকে আহ্বান জানান।