জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মৎস্য চাষীদের সঙ্গে ঈশ্বরদীতে মৎস চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে গতকাল সোমবার দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্ত আঃ রহমান খানের সভাপতিত্বে ও খামার ব্যবস্থাপক রেজাউল করিমের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির।
বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক, উন্নয়ন সংস্থা জাগরণী চক্রের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরদীতে ছোট বড় ২ হাজার ৪৭৬টি জলাশয় রয়েছে। এসব জলাশয়ে মৎস্য উৎপাদনের মাধ্যমে চাষিরা স্বাবলম্বী হচ্ছেন। পাশাপাশি চাহিদা তুলনায় বেশি উৎপাদন হচ্ছে মাছ।