ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলা ও ভাঙ্গচুরের অভিযোগ
ঈশ্বরদী আইকে রোডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী। চাঁদা না পাওয়ায় সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙ্গচুরের অভিযোগ।
৪ আগস্ট শুক্রবার ঈশ্বরদী আইকে রোডের প্রাণ কোম্পানি গেট সংলগ্ন মেসার্স মডার্ন ট্রেডার্সের স্বর্তাধিকারী ও ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তিগত অফিসে এ ঘটনা ঘটে।
এবিষয়ে ফরিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় পৃথক দুইটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে পরিচয় গোপন রেখে আমাকে কল করে ৫ (পাঁচ) লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে না চাইলে কিছুক্ষণ পর ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব ক্যাম্প ও ইস্তা-ভেলুপাড়া এলাকার প্রায় ২০-২৫ জন সন্ত্রাসী আমার অফিসে এসে আমার ওপরে চড়াও হয়ে গালি-গালাজ ও একজন কর্মচারীকে মারধোর ও ভাঙ্গচুর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করে প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন শনিবার ভুক্তভোগী ফরিদুল ইসলাম ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।