রায় দিয়েছে হাসিনা, এই রাই মানি না, সরকারের ভীত নরে গেছে। বিক্ষোভ সমাবেশে এস এম ফজলুর রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জোবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৪৭ নেতার মুক্তির দাবিতে,জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৫ টাই বৃষ্টি উপেক্ষা করে ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।
পথসভায় বিএনপির নেতারা বক্তব্য রাখেন এবং বলেন, ক্ষমতায় টিকে থাকতে তারেক রহমান ও জোবাইদা রহমানকে বিরুদ্ধে আওয়ামী লীগের ফরমায়েশি রায়ে সাজা দেওয়া হয়েছে। এর আগে ঈশ্বরদীতেও মিথ্যা মামলায় বিএনপির ৪৭ জন নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই গণ মিছিলটি বাজারে এক নম্বর গেটে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।।