আজ ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচির আয়োজন
দিবসটি উৎযাপন উপলক্ষে পূর্ব ঘোষিত নানা কর্মসূচির আয়োজন করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ। দিনের শুরুতে সকাল ৮টায় জাতীয় সংগীত বাজিয়ে, জাতীয়, দলিয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তীতে রক্তদান, রক্তের গ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরিক্ষা কর্মসূচি কার্যক্রম ছাড়াও দুপুরে অসহায় দুস্থদের সাথে নিয়ে খাবার খাওয়া ও বিতরন এবং বিকেলে বাদ আসর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়। এ-সময়ে উপস্থিত ছিলেন পাবনা-৪ ঈশ্বরদী-আটঘরিয়া আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এম পি, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী-আটঘরিয়ার গণমানুষের নেতা ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ বীর মুক্তিযোদ্ধা আ,ত,ম শহিদ উজ্জামান নাসিম, শহিদুল ইসলাম পাখী অধ্যাপক আকরাম, ফজলুর রহমান মালিথা আমিনুর রহমান দাদু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, মুরাদ আলী মালিথা পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালীবুর রহমান শরীফ মহিলা সম্পাদক মাহ্জেবিন শিরিন পিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মালিথা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ ইছাহক হক আলি মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রীস আলী মন্ডল, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন আওয়ামী যুবলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি শিহরান শরীফ তমাল,ছাত্রলীগ উপজেলা শাখার সভাপতি মল্লিক মাহমুদ তন্ময়, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা, মহিলা শ্রমিকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোসাঃ নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক আফরোজাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের এবং বিভিন্ন সমাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আজিজুর রহমান চঞ্চল।