র্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ৩১/০৮/২০২৩ তারিখ ১৪.৩০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন ভুরভুরি মালঞ্চি সাকিনস্থ জনৈক সুজনের ফিশারির খাদ্যের ঘরের পাশ হইতে’’ অভিযান পরিচালনা করে পাবনা সদর থানার মামলা নং-১৪, তারিখঃ ০৪/১১/২০১৬ খ্রিঃ, জিআর নং-১০৭৮/১৬ (পাবনা), তারিখঃ ১০/০৫/২৩ খ্রিঃ; ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক) মূলের মাদক মামলায় বিজ্ঞ আদালতের রায়ে “৬ মাসের সশ্রম কারাদন্ড ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড” সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ খোকন প্রাং (৩৫), পিতা-মোঃ মাহতাব আলী, সাং-ভুরভুরি মালঞ্চি, থানা-পাবনা, জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।