আজ সকাল ০৮.৪৫ টার সময় মাথপুর টু বেড়া সড়কে মাথপুর হইতে বেড়াগামী ১টি সি এন জি যোগে বেড়া থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। আলী আকবর সবুজ (৩৮), পিতা- আফছার আলী, সাং- বনগ্রাম উত্তরপাড়া, থানা- বেড়া, জেলা-পাবনা তার নিজ দখলে রাখা ১২০০পিচ ইয়াবা ট্যাবলেট রাখিয়া বেড়া যাওয়ার পথে সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত/মোঃ আমিনুল ইসলাম, এস আই রাশেদুল, এ এস আই গোলাম মোস্তফা,এ এস আই ফিরোজ সুলতানগন সাঁথিয়া বাজারে ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর থেকে উক্ত আসামীকে হাতে নাতে ধৃত করে এবং আসামীর হেফাজত হইতে ১২০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত সি এন জি টি জব্দ করেন। উক্ত আসামী সবুজের বিরুদ্ধে বেড়া ও শাহজাদপুর থানায় ০৪টি মাদক মামলা রহিয়াছে। সে দীর্ঘদিন যাবত সাঁথিয়া ও বেড়া থানা এলাকার বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের নিকট ইয়াবা ট্যাবলেট পাইকারী বিক্রয়/ সরবরাহ করিয়া আসিতেছিল। পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব, শেখ রফিকুল ইসলাম (পিপিএম,বিপিএম) স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযান চলছে চলবে।
উক্ত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলিতেছে।