এস এম রাজা ।। ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আদম আলী (৬২) গতকাল শক্রবার রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহ —-রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ডায়াবেটিস হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্হার অবনতি হওয়ায় তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা ধীন থাকা অবস্থায় গতকাল উল্লেখিত সময়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত বিএনপি নেতা আদম আলী ছলিমপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার আজিজ মন্ডলের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ছেলে ২ মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে। এদিকে বিএনপি নেতা আদম আলীর মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ -সদস্য সিরাজুল ইসলাম সরদার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেছেন, মরহুম আদম আলী ছিলেন বিএনপির একজন পরীক্ষীত সৈনিক। বিএনপির রাজনীতিতে তার অনন্য অবদান রয়েছে।
বিঃদ্রঃ নীচের ছবিতে সাবেক সংসদসদস্য সিরাজুল ইসলাম সরদারের সাথে আদম আলী। যা এখন শুধুই স্মৃত।