গভীর রাতে একাধিক বাড়িতে চুরি।
যুক্তিতলায় গভীর রাতে চুরি। পাকশী ইউনিয়ন যুক্তিতলা গ্রামে গত ২২তাং রাতে ৩-৪ টার মধ্যে, ৩-৪ টা বাড়িতে চুরির ঘটনা ঘটে, এলাবাসীদের যেসব বাড়িতে চুরি সংগঠিত হয়, তাদের মধ্যে এজাজ আহম্মেদ যুক্তিতলা মসজিদ পাড়া তার জানালা ভেঙে একটি oppo মোবাইল চুরি করে নিয়ে যায় যাহার মূল্য ১৫ হাজার টাকা, একই এলাকার মেহেদী হাসান র মোবাইল চুরি হয় একই কায়দায় vivo 20 মূল্য ১৭০০০, মাসুদের ঘরে প্রবেশ করে ঘরের ড্রয়ার থেকে ১০ হাজার টাকা চুরি করে, যুক্তিতলা স্কুল পাড়ায় অনিক হাসান পিতা, রবিউল ইসলাম, এর বাড়িতে জানালা ভেঙে একটা ল্যাপটপ, ও একটা মোবাইল চুরি করে যাহার মূল্য ১ লক্ষ টাকা, একই এলাকায় রন্জন পিতা আইয়ুব আলী তার ঘরে প্রবেশ করে একজোড়া সোনার বালা চুরি করে, মূল্য ৬০ হাজার টাকা, রন্জন টের পেলে গভীর রাতে তাকে ধরার চেষ্টা করলে হিরা নামে এক চোর দৌড়ে পালিয়ে যায়, পালানোর সময় সেন্ডেল আর গামছা ফেলে চলে যায়, সেন্ডেল আর গামছা উদ্ধার করা হলে যুক্তিতলা কেন্দ্রীয় গোরস্থানপাড়া, চোর হিরা, তার পিতা রবির কাছে গামছা, সেন্ডেল দেখালে হিরার বাবা রবি স্বীকার করে তার ছেলে হিরার সেন্ডেল গামছা। চুরির ঘটনার পরে হিরা পলাতক অবস্থা আছে। এলাকাবাসী জানান দীর্ঘ দিন ধরে এলাকায় চুরি হচ্ছে হিরার সাথে সংঘবদ্ধ আরো এই চুরির সাথে জড়িত আছে। এই বিষয়ে অনিক হাসান পিতা রবিউল ইসলাম বাদী হয়ে হিরাকে চোর হিসেবে চিহ্নিত করে একটি এজাহার দায়ের করে যাহা বর্তমানে তদন্তধীন আছে।