মুলাডুলিতে কৃষকদের মানববন্ধন।
আজ মুলাডুলি সবজি মোকামের সামনে ঈশ্বরদী- নাটোর-ঢাকা আঞ্চলিক সড়কে কৃষকদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে একই দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কৃষকেরা। অন্য জেলার কৃষকেরাও এতে অংশগ্রহণ করেন। কৃষক সমাবেশে বক্তারা বলেন, “আমরা কষ্ট করে ফসল উৎপাদন করি; সেই ফসল দেশের মানুষের খাদ্য চাহিদা মেটায়। অথচ আজ ফসল বাজারে বিক্রি করতে গিয়ে ’হরতাল অবরোধের মতো জ্বালাও পোড়াও কর্মসূচির’ কবলে পড়ে আমাদের গাড়ি পোড়ানো হচ্ছে। এতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ অবস্থায় কৃষিপণ্য বাজারজাতকরণের জন্য সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান ও অনুরোধ জানাচ্ছি; যাতে আগামীতে আর কোনো অবরোধ বা হরতাল না দেওয়া হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় কৃষক বন্ধন এ সমাবেশে বক্তব্য দেন পদকপ্রাপ্ত কৃষাণী বেলী বেগম, হাবিবুর রহমান, কৃষক উন্নয়ন সোসাইটির নেতা রেজাউল করিম রেজা প্রমুখ। কৃষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেন মুলাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা।
কৃষক রেজাউল করিম রেজা বলেন ’যারা অবরোধ হরতাল দিয়েছে, তারা কখনোই কৃষকবান্ধব নয়, তারা এসি রুমে থাকেন, কখনো কৃষকের কষ্ট বুঝতে পারবে না”। বক্তব্য শেষে কৃষকদের একটি বিশাল মিছিল বের হয়।