ঈশ্ববরদীতে রেল লাইনের উপর বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
অদ্য ০৩ নভেম্বর, ২০২৩ তারিখ পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ঈশ^রদী রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটওভার ব্রীজ হতে অনুমান ২০০ গজ উত্তর দিকে ৩ নং রেললাইনের উপর লাল রংয়ের বোমা সদৃশ্য বস্তু আছে মর্মে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ র্যাব ফোর্সেস হেডকোয়াটার্সকে অবহিত করতঃ দ্রæত র্যাব-৫, রাজশাহী এর বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর সদস্যদেরসহ নিয়ে ১১.০০ ঘটিকার সময় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে হাজির হয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল পরীক্ষা নিরীক্ষা পূর্বক প্রাপ্ত বোমা সদৃশ্য বস্তুটিকে নিরাপদে নিস্ক্রিয় করে।
বোম্ব ডিসপোজাল দলের বিশেষজ্ঞদের মতে বোমাটির ভিতর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ছিল মর্মে জানা যায়। সময়মত কর্তৃপক্ষের গোচরীভূত না হলে এটি বিস্ফোরিত হয়ে বড় রকমের নাশকতা ঘটার সম্ভাবনা ছিল। ঘটনার পারিপাশির্^কতায় প্রতীয়মান হয় যে, একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে বড় রকমের অর্ন্তঘাতমূলক কার্যধারা, সরকারী সম্পদ ধ্বংসসহ সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে উল্লেখিত বোমাটি রেল লাইনের উপর রেখেছিল।
উল্লেখ্য, গত ০১ নভেম্বর, ২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় একটি সংঘবদ্ধ দুস্কৃতিকারী গোষ্ঠী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতঃ বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে কলকাতা টু ঢাকাগামী আন্তঃ দেশীয় মৈত্রী এক্সপ্রেস চলন্ত ট্রেনে পাথর ও অনুরুপ বোমা নিক্ষেপ করে ক্ষতি করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অনুরুপ পস্থা অবলম্বন করেছে মর্মে মনে করা হচ্ছে।