জেলা গোয়েন্দা শাখার অভিযানে আটক ৩
জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী ০৪(চার) কেজি ৫০০গ্রাম গাঁজা এবং একজন মাদক ব্যবসায়ী ৪০০(চারশত)পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ১০/১১/২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)বেনু রায়, এএসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন বিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন টাংবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোহাম্মদ আলী (৫৫), পিতাঃ মৃতঃ ছদের উদ্দিন, সাং-কড্ডা (কৃষ্ঠপুর), থানাঃ সিরাজগঞ্জ সদর, জেলাঃ সিরাজগঞ্জম, ২। মোঃ মজনু শেখ (৫২), পিতাঃ মৃতঃ গেদন শেখ, সাং-টাংবাড়ী, থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনা, ৩। মোঃ ইউনুছ আলী (৬০), পিতাঃমৃতঃ হাসেন আলী সরদার, সাং-মৈত্রবাধা, থানাঃ বেড়া, জেলাঃ পাবনাদের মাদক দ্রব্য ০৪(চার) কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা এএসআই(নিরস্ত্র)মোঃ সুলতান আলী শেখ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন হেমায়েপুর এলাকায় অভিযান পরিচানা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ সজীব খন্দকার (২৬), পিতাঃ মৃতঃ হামিদুল হক খন্দকার বকুল, সাং-মাদারজানি (বুনাইনগর), থানাঃ ফরিদপুর, জেলাঃ পাবনাকে ৪০০(চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আমিনপুর থানা এবং পাবনা সদর থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।