এটোমিক কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে লামিসা
ইন্টারন্যাশনাল পারমাণবিক গ্লোবাল এটোমিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ঈশ্বরদী সরকারী ১০ নভেম্বর সকালে ঈশ্বরদী পৌর ভবনের পারমানবিক তথ্য কেন্দ্রে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১ম হয়েছে ঈশ্বরদী সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্রী মোছা: ফাতেমা সুরাইয়া লামিসা।
১ম স্থান অধিকারী লামিসা ঈশ্বরদী পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম টেংরী এলাকার সাবেক রেলওয়ে এলএম জাহিদুল আলম সনু ও সামসুন্নাহার দম্পতির মেয়ে।
এ প্রতিযোগিতায় ঈশ্বরদী বিভিন্ন কলেজের প্রায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। মেয়ের এই সফলতায় সকলের দোয়া করেন তার পরিবার।