১৫ কেজি ৪০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৫/১১/২০২৩ খ্রিঃ সময় রাত্রী ০২.২০ ঘটিকায় কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক এবং সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আতাইকুলা থানাধীন মাধপুর বাজারস্থ ঢাকা পাবনা মহাসড়কের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ১৫ কেজি ৪০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ রোমান হোসেন (২৬), পিতা-মোঃ লতিফ হোসেন, সাং- শহীদ শাহজাহান কলোনী (ওয়ার্ড নং-০৪) ০২। মোঃ বুলবুল হাসান বিপ্লব (২০), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-শহীদ শাহজাহান কলোনী (ওয়ার্ড নং-০৪), উভয় থানা- লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।