আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যামব মোতায়েন।
আগামী ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অদ্য ২৯ ডিসেম্বর, ২০২৩ তারিখ সিপিসি-২, পাবনা, র্যা ব এর কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যা বের নির্বাচনী টহল দল পাবনা জেলার পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, সাঁথিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও পাবনা জেলায় গাছপাড়া মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোষ্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোতাবেলায় আভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।