ডিবির অভিযানে ভুয়া পুলিশ সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ১৪/০২/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)মোঃ জাহাঙ্গীর আলম, সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ভাটা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া পুলিশের পোষাক পরিহীত অবস্থায় একজন ভুয়া পুলিশ মোঃ সিজান হোসেন (২০), পিতাঃ মোঃ হাফিজুল ইসলাম, সাং-কচুরামপুর মধ্যপাড়া, থানাঃ আটঘরিয়া, জেলাঃ পাবনা কে আটক করা হয়। তাহার হেফাজত হইতে একটি পুলিশের ইউনিফর্ম, একটি ক্যাপ, একটি পুলিশের বেল্ট, একজোড়া পুলিশের বুট, একটি নেইমপ্লেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা, এএসআই(নিরস্ত্র)মোঃ জহুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আটঘরিয়া থানাধীন দেবত্তর বাজার এলাকায় অভিযান পরিচানা করিয়া মাদক ব্যবসায়ী মোছাঃ সীমা আক্তার তমা(২৮), পিতাঃ মৃতঃ মতিয়ার রহমান, স্বামী মোঃ আহসান হাবিব সৌরভ, সাং-সড়াডাঙ্গি, থানাঃ আতাইকুলা, জেলাঃ পাবনা কে ০১(এক) কেজি গাঁজা সহ আটক করা হয়। একই টিম পাবনা সদর থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাকিন সরদার (৪০), পিতাঃ মৃতঃ হাবিবর সরদার, সাং-সানিকদিয়ার (সোনারচর আব্দুল্লাহপুর), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে ৮০(আশি) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই(নিরস্ত্র)মোঃ হাফিজুর রহমান, এএসআই(নিরস্ত্র)মোঃ মোয়াজ্জেম হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন বলরামপুর এলাকায় অভিযান পরিচানা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ টুটুল হোসেন (৩২), পিতাঃ মৃতঃ কিসমত, সাং-বলরামপুর সদ্দারপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে ০১(এক) কেজি গাঁজা সহ আটক করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর, আটঘরিয়া এবং ঈশ্বরদী থানায়, পৃথক পৃথক আইনে মামলার দায়ের করা হয়েছে।