র্যাবের অভিযানে টেবুনিয়া বাজারের চাঁদা আদায়কারী আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩/০৩/২০২৩ খ্রিঃ তারিখ ১২.০০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পাবনা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে পাবনা সদর থানাধীন টেবুনিয়া ঈশ্বরদী মহাসড়কের উপর বাজার বসিয়ে চাঁদা আদায় ও দখলদারিত্ব রোধ অভিযান পরিচালনা করে। টেবুনিয়ার বাজারকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু চক্র মহাসড়কের উপর টাকার বিনিময়ে অবৈধভাবে বাজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ টাকা আদায় করে আসছিল। এতে করে টেবুনিয়া বাজার সংলগ্ন মহাসড়কের উপর প্রায় ১.৫ কিঃ মিঃ রাস্তা জুড়ে ভয়াবহ যানজট ছিল একটি নৈমিত্তিক ঘটনা। ফলশ্রুতিতে উক্ত রাস্তায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। উক্ত অভিযান পরিচালনা করাকালীন ঘটনাস্থল হইতে ০৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এই ধরণের চাঁদা আদায় ও দখলদারিত্ব রোধ অভিযান পরিচালনার ফলে উক্ত এলাকার জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে। স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে সিপিসি-২, পাবনা, র্যাব-১২ কর্তৃক এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।