র্যাবের অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্রসহ ১ জন প্রতারক গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় গত ১৪/০৩/২০২৪ খ্রিঃ তারিখ ১৮.০০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন ধোপাদহ ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য মোঃ মকবুল হোসেন (৪৬), পিতা-মৃত আমির উদ্দিন প্রামানিক, সাং-রুদ্রগাতী, থানা-সাঁথিয়া, জেলা-পাবনাকে গ্রেফতার করে। উক্ত প্রতারকের বিরুদ্ধে বিভিন্ন সংস্থায় চাকুরী দেওয়ার নামে স্থানীয় লোকজনের নিকট থেকে বিপুল পরিমান টাকা আত্নসাতের অভিযোগ রয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে উক্ত প্রতারক চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেন। একজন ভুক্তভোগীর দেয়া তথ্য মতে গত ২০২২ সালের বিভিন্ন সময়ে তার নিকট হতে সর্বমোট ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান করে। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে মেডিক্যাল করানোর কথা বলে উক্ত প্রতারক আরো ২০,০০০/- (বিশ হাজার) টাকা গ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার পর ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারে। পরবর্তীতে ভূক্তভোগী র্যাব ক্যাম্প পাবনায় অভিযোগ করলে উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়। আরো জানা যায় যে, উক্ত প্রতারক এভাবে আরো তিন জনের নিকট থেকে চাকুরির প্রলোভন দেখিয়ে ২৪,০০,০০০/-, আরেক জনের নিকট হতে ৮,০০,০০০/- এবং অপর একজনের নিকট হতে ৫,০০,০০০/- টাকা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান করার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত প্রতারককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়।
সাধারণ জনসাধারণকে প্রতারণার হাত থেকে রক্ষর্থে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে প্রতারক, অস্ত্রবাজ ও সন্ত্রাসী নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।