সাংবাদিক ও সমাজসেবক প্রয়াত সাইদুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদুল আলম সনু, সহ-সম্পাদক ও সাংবাদিক আতাউর রহমান বাবলু, পাঠাগার সম্পাদক নূরুল ইসলাম বাবলু, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুস ছাত্তার, প্রকৌশলী আলমগীরুল নিউটন, ডাঃ অলক কুমার মজুমদার, আব্দুর রহিম বকুল, ব্যবসায়ী বজলুর রহমান, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, শাহীন আহমেদ ও প্রয়াত সাইদুল ইসলামের ছোট সন্তান আরিফুল ইসলাম জিহান।
দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী সাহিত্য কোলাহলের সভাপতি রইচ উদ্দিন বাবলু।