গনহত্যার বিচারের দাবিতে লালপুরে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল
এ জেড সুজন মাহমুদ
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরে লালপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে ও বিক্ষোভ মিছিল করেছেন । ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গণ-হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন।
১৪ আগস্ট বুধবার সকাল থেকে লালপুর বাজারের ত্রিমোহিনী চত্বরে সারাদিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন ও বিকেল সাড়ে ৫ টার সময় বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতা কর্মীরা।
উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু নেতৃত্বে উপস্থিত ছিলেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপির নেতা ইকবাল আহমেদ বাবলু সহ যুবদল ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দু।