কাউন্সিলর ইউসুফ আলী প্রধান গ্রেফতার
ঈশ্বরদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইউসুফ আলী প্রধান ( ৪৮) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শুক্রবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈশ্বরদী আলহাজ্ব মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মধ্য অরণকোলা এলাকার মৃত আব্দল আজিজ প্রধানের ছেলে।
থানা সুত্রে জানা যায়, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে ওসি তদন্ত মনিরুল ইসলাম জানান, গত ৪ আগষ্ট ঈশ্বরদীর দাশুড়িয়ায় এলাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের মিছিলে গুলি করা হয় এই অভিযোগে জামায়াত কর্মী ওসামার দায়ের করা মামলায় ৭ নং নামীয় আসামি ইউসুফ প্রধান। সে কারণে তাকে গ্রেফতার করা হয়।