ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর পাবনা জোনাল অফিসের আয়োজনে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে পাবনা সার্ভিস সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানির রাজশাহী ডিভিশন ইনচার্জ মোঃ আবদুল হালিম।
পাবনা সার্ভিস সেন্টার ইনচার্জ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেড়া জোনের সদ্য যোগদানকৃত ইনচার্জ মোঃ আব্দুল মতিন। আমার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে পাবনা জোনের বিভিন্ন ব্রাঞ্চ ইনচার্জ ও বাছাইকৃত ব্রাঞ্চ কো-অর্ডিনেটর বৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত উক্ত সভায় করোনা কালীন গ্রাহক সেবা বাড়ানোর উপর বিশেষ তাগিদ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সভায় জুন মাসে এবং চলতি বছর ১ম বর্ষ ব্যবসায় পাবনা জোনে আমি প্রথম হওয়ায় ডিভিশন ইনচার্জের কাছ থেকে পুরস্কৃত হই। আগামীদিনেও ভাল করার জন্য সকলের দোয়া কামনা করছি