ঈশ্বরদী পৌরসভার ৯টি পূজা মন্ডপে পৌর প্রশাসকের সাথে মতবিনিময় ও অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার।। আজ বিকেলে ঈশ্বরদী পৌরসভার অন্তর্গত ৯টি পূজা মন্ডপের সকল কমিটির সাথে পৌর প্রশাসক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সভার উদ্দেশ্য ছিল পূজা উদযাপন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা এবং সকল মন্ডপের প্রস্তুতি সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন ।
পৌর প্রশাসক প্রতিটি পূজা মন্ডপে সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য পৌরসভা থেকে ১২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এই অনুদান পৌরসভার নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে। সভায় পূজা উদযাপন কমিটির সকল সদস্যদের উপস্থিতি ছিল এবং তারা পৌর প্রশাসকের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবং আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঈশ্বরদী পৌরসভা সবসময় ধর্মীয় অনুষ্ঠানের জন্য সহায়তায় এগিয়ে আসে এবং এরই ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি তো করেন পৌর প্রশাসক সুবির কুমার দাস, উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পৌর সভার নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গনেশ সরকার এবং ঠাকুর বাড়ি ও মৌবাড়ি মন্দিরের যুগ্ন আহ্বায়ক স্বপন কুমার কুন্ডু
,দেবদুলাল রায় সাধারণ সম্পাদক মাতৃমন্দির কর্মকার পাড়া, রাজেশ কুমার, সহ-সভাপতি।ভারপ্রাপ্ত সভাপতি রেনেসাঁ ক্লাব মন্দির, প্রশান্ত কুমার কুন্ডু, দিপু চন্দ্র রায় সাধারন সম্পাদক
প্রমুখ।